তৃণমূলের রাজনীতি কে সু-সংগঠিত করতে আগামী ১৫ অক্টোবর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষনা করেছেন সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন (৮)নং ওর্য়াড পারিজাত কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা মোঃ পারস আলীর পঞ্চম ছেলে।
জনাব সোলায়মান মিয়া “দৈনিক মুক্ত বলাকা” পত্রিকার সহ সম্পাদক ও কোনাবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য (১) ও কোনাবাড়ী ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য। তিনি ২০০৩ সালে কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ১৯ বছরের মধ্যে তিনি দুইবার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ।২০১৫ সালের জানুয়ারি মাসে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করায় কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত হয়ে যায়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটির ৭ বছর পর চলতি বছর কোনাবাড়ী থানার ৬টি ওর্য়াডে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে নিজের নাম প্রকাশ করেন মোঃ সোলায়মান মিয়া। দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পার করেছেন তিনি। ফলে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের রাজনীতিক দলকে চাঙ্গা রাখতে তিনি আগামী সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন। কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী মোঃ সোলায়মান মিয়া বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত দলের সেবা করতে চাই। দলের নীতি নির্ধারক ও আমার এলাকার লোকজন জানে আমার পরিচয় ও আমি ব্যক্তি হিসেবে কেমন। দুরসময়ে দলের জন্য কাজ করেছি।
তিনি আরও বলেন,আমি কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে দলের সকলকে নিয়ে কাজ করছি। আগামীতে দলের দায়িত্ব পেলে সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সু-সংগঠিত করবো। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সকালের সমন্বয়ে দলকে এগিয়ে নিতে কাজ করবো ইনশাল্লাহ।
কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আরো প্রতিদন্ধিতা করছে গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওর্য়াড কাউন্সিলর আব্বাস উদ্দীন খোকন,১০নং ওর্য়াড সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, ১০ নং ওয়ার্ডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী আনোয়ার পারভেজ।