নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে আগামী ১২ জুলাই হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সীমিত পরিসরে উদযাপিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এই ধর্মীয় উৎসব ও রথ টানা মন্দিরাঙ্গনে সীমিত রাখা হবে।
রোববার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সম্মেলন কক্ষে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।
উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সহসভাপতি পূরবী মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, দপ্তর সম্পাদক বিপ্লব দে, সহ-দপ্তর সম্পাদক সুবল ঘোষ, সদস্য বিশ্বজিৎ সাহা বিশু প্রমুখ।