রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে শোভা পাচ্ছে জুমের পাকাঁ ধানের সফল তুলতে ব্যস্ত সময় পার করেছেন স্হানীয় সাজেকের জুম চাষীরা। জুমের সোনালী পাকাঁ ধান ঘরে তুলতে সকল প্রকার আনুষ্টানিকতা সম্পন্ন করে রেখেছে জুম চাষীরা। এইবারে সাজেক ইউনিয়নের গঙ্গারাম, তলছড়া, কলাবনিয়া, দোজরি, ভুয়াছড়ি, তালকুম্পা, বেটলিং, কমলাপুর ওউদয়পুরসহ জুম চাষ করে ব্যাপক সাফল্য আশা করেছেন জুম চাষীরা।
ধানের পাশা পাশি রয়েছে আদা হলুদ,মরিচও বিভিন্ন প্রজাতির শাক সবজিও উৎপাদনের কমতি নেই বলে চাষীরা জানান।
স্হানীয় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন সাজেক ইউনিয়নের জমি না থাকায় এখানকার বাসিন্দারা প্রায় ১০০% ৯৫ পার্সেন মানুষ জুম চাষ করে জিবিকা নির্বাহ করে চলে। এবং আদা হলুদ মরিচ বিত্রুয় করে অনেকেই বাহিরে গিয়ে পড়া পুনা করছে।
তিনি বলনে গত বছরের তুলনায় এই বছর প্রাকৃতিক পরিবেশ ভালো হওয়াতে জুম চাষীরা অনেকেই লাভবান হয়েছে।
এম এইস