আগামী ১০ ই ফেব্রুয়ারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহনে উপজেলা নির্বাচন কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ এম শামসুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর অফিসার্স ইনচার্য আকবর আলী খান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা।
চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারন সদস্যপদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪৪৮২ এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭১৫৪ জন মহিলা ভোটার সংখ্যা ৭৩২৮ জন। ৯টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। উল্লেখ্য আগামী ১০ ই ফ্রেব্রুয়ারী সারা দেশে ৮ টি ইউনিয়ন পরিষদ নিবর্বাচন আনুষ্ঠিত হবে।