রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের উপর হামলা আহত ৪
/ ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪:৪০ অপরাহ্ন


গাজীপুরে শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় শ্রীপুর ভুমি অফিসের চার কর্মচারী আহত হয়েছে। এতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে হামলার ঘটনায় দায় স্বীকার করায় সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দন্ড পাওয়া নাইম সরকার (২২) বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ্ আল বাকীর ছেলে। আহতরা হলে উপজেলা ভুমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর সহকারী কমিশনার (ভুমি) উজ্জল কুমার হালদার জানান, সরকারি বিধিমোতাবেক পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে
জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফাইজুল্লাহ্কে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে উপজেলার বরমী বাজার যান। সেখানে পৌঁছে গাড়ি থেকে নামা মাত্রই বাজারের ব্যবসায়ী জামান এন্ড ব্রাদার্সের মালিক জামান ভুইয়া, চাল ব্যবসায়ী ওয়াহিদ, আব্দুস সালামের নেতৃত্বে ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকদের নিয়ে ভ্রাম্যমান আদালতের উপর হামলা চালায়। এতে ভুমি অফিসের চারজন কর্মচারি আহত হয়। তাৎক্ষণিকভাবে নাইম সরকার নামে একজনকে আটক করে পুলিশ। পরে সে দায় স্বীকার করে নিলে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দন্ড পাওয়া নাইমকে আগামীকাল শুক্রবার কারাগারে পাঠানো হবে। বাকী অভিযুক্তদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page