গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট গাড়ি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক সরাফত আলী নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সাংর্ঘের সময় দ্রুত গতির অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়।
আজ/গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা টু শৈলাট পাকা সড়কের গোতারবাজার এলাকায় এ ঘটনা নিয়ে।
নিহত সরাফত আলী (৫৫) পাশ্ববর্তী ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে গাজীপুর গ্রামের গোতারবাজার এলাকায় শশুরবাড়িতে থাকতেন।
গাজীপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, দ্রুত গতির একটি প্রাইভেট গাড়ি শৈলাটের দিকে যাচ্ছিলো। এসময় অপর দিক থেকে দুটি অটোরিকশা পাল্টাপাল্টি করে ওভারটেক করতে চেষ্টা করছিলো। এসময় দ্রুত গতির প্রাইভেট গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশা চালক প্রাইভেট গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুত্বর আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, গুরুতর আহত এক নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরিরের অনেক অংশ ক্ষত রয়েছে। তবে শঙ্কা মুক্ত রয়েছে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই মিন্টু মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগের ঘাতক প্রাইভেটকার চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।