শ্রীপুরে দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি’র জন্মদিন পালন

গাজীপুরের শ্রীপুরে দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিল ৪নং ওয়াড শ্রীপুর পৌরসভা মোহাম্মদ শাজাহান মন্ডল এর ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে।
০১ জুন (বুধবার) রাতে সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের আয়োজনে সাব রেজিস্ট্রি কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন-কেরানি মোছাঃ ফরিদা, নকল নবিশ মোঃ নাসিম মন্ডল, নকল নবিশ-জাহাঙ্গীর, আজিজ, মোকাররম, মানিক, নিজাম, শিরিন, খাদিজা, রোনা, কুলসুম, পপি, ও অন্য নকল নবিশ ও অফিসে কর্মরত কর্মকতা ও কর্মচারী বৃন্ধ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category