গাজীপুরের শ্রীপুরে ডার্ড কম্পোজিট নামক একটি পোশাক কারখানা জোট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামে থাকা আনুমানিক আড়াই কোটি টাকার জোট কাপড় পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কারখানা কতৃপক্ষ। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিয়ন চার ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌঁনে চারটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডার্ড কম্পোজিট নামক একটি জোট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, কারখানা কতৃপক্ষ জোট গুদামটি আমার কাছ থেকে ভাড়া নিয়ে তাদের কারখানার জোট কাপড় রাখে। অগ্নিকাণ্ডের ঘটনা আমার পুরো গুদামাটি আগুনে পুড়ে গেছে। আর গুদামে রাখা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ডার্ড কম্পোজিট কারখানার উর্ধতন ব্যবস্থাপক আকাশ জানান, ভোর রাত থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। এরপর ফায়ার সার্ভিসের কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুরের পাঁচটি ইউনিট চার ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ডার্ড কম্পোজিট কারখানায় গুদামে আগুন লাগার পর ভোর চারটায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের একে একে ৫টি ইউনিট চার ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার জোট গুদাম ও গুদামে রাখা বিপুর পরিমাণ জোট কাপড় পুড়ে ছাই হয়ে যায়।