রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
মামলার ভয় দেখিয়ে লাভ নেই নির্বাচন থেকে এক চুলও সরে দাঁড়াবো না- মতঃ সভায় সুমন ভুঁইয়া
/ ৩১৯ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ২৯শে ডিসেম্বর উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচার প্রচারণায় চলছে ব্যাপক হাড্ডা হাড্ডি লড়াই।

বিভিন্ন পথসভা এবং মতবিনিময় সভায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে দিচ্ছেন পাল্টা পাল্টি জ্বালাময়ী বক্তব্য, ছুড়ে দিচ্ছেন যোগ্য অযোগ্য ও জনপ্রিয়তার চ্যালেন্জ।

২৯ শে নভেম্বর ২২ ইং তারিখ বিকাল জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান প্রার্থী মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের পুত্র ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়ার মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক মনোনীত প্রার্থী মোল্লা মোশাররফ হোসেন মূসার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য দেন স্থানীয় নেতাকর্মীরা।

এসময় হাজী মোঃ তোফাজ্জল হোসেন ভুঁইয়া সভাপতিত্বে
১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাপর শেখের সঞ্চালনায় উক্ত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের পুত্র আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন আহমেদ ভুঁইয়া।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন এর সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান হাজী করিম ভুঁইয়া,৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল মেম্বার হাজী মোঃ আফজাল হোসেন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন, আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ ভুঁইয়া সানি,আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন মীর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজল হক মীর, সাবেক মেম্বার সরোবর হোসেন, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন সহ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ

মতবিনিময় সভায় নেতাকর্মীরা দলীয় মনোনয়ন বানিজ্য ও মনোনয়নে বিস্তার অভিযোগ এনে বলেন আসন্ন ইয়ারপুর ইউনিয়ন উপ- নির্বাচনে ২ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে নৌকার প্রতীক এনে দেওয়া হয়ছে এবং নৌকা প্রতীক মনোনীত ব্যাক্তি মোল্লা মোশাররফ হোসেন মূসাকে সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের ছেলে পরিচয় দিয়ে মনোনীত করেছেন, কারণ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমন ভুল সিদ্ধান্ত নেননি কোনদিন নিবেন না এটা আমাদের দীর্ঘ বিশ্বাস।

এসব নিল নকশার (সামারি) করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের উর্ধতন কর্মকর্তা ও বিভাগীয় নেতাকর্মীরা। তাঁরা
সবাই মিলে মনোনয়ন বোর্ডের সদস্যদের ভুল তথ্য আদান-প্রদান করে মোল্লা মোশাররফ হোসেন মূসাকে মনোনয়ন এনে দিয়েছেন।

নানান অভিযোগের মধ্যে দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভুঁইয়া বলেন দলীয় মনোনয়নে মনোনীত হতে পারিনি তাতে কি, আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নির্বাচন করবো, আমি আমার এলাকার মানুষ ও আমার জনপ্রিয়তার সার্থে নির্বাচন করবো, আমি আমার দলের বিপক্ষে নয় আমি অযোগ্য ব্যাক্তির বিপক্ষে নির্বাচন করবো, আমাকে মামলা হামলার ভয় দেখিয়ে নির্বাচন থেকে একচুলও সরাতে পারবে না কেউ।

সর্বপরি আলোচনা শেষে সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহম্মেদ মাস্টার এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page