মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে কেন্দ্রীয় বিএমএ এর নীতিমালা বহিঃর্ভূত ভাবে তলবী সভার আয়োজন করে অবৈধ মনগড়া নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসীল ঘোষণা করার অভিযোগ উঠেছে।
বিএমএ এর সদস্যদের অভিযোগ, মানিকগঞ্জ এর তথাকথিত কিছু আত্নস্বীকৃত চিকিৎসক নেতা নিজেরা সম্পূর্ণ বে-আইনি ও অগঠনতান্ত্রিক উপায়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। এতে মানিকগঞ্জ জেলা বিএমএ এর কার্যকরী কমিটি ও কেন্দ্রীয় বিএমএ এর অনুমোদন নাই বলেও অভিযোগ করেন।
সদস্যরা বলেন, গঠনতন্ত্র মোতাবেক, কমপক্ষে ১০০০ চিকিৎসক এর স্বাক্ষরসহ তলবী সভা ডাকার এখতিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় বিএমএ এর আছে,শাখা বিএমএ এর নাই। সুতরাং,তাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনী তফশীল অবৈধ ও নীতিমালা পরিপন্থী। এমন কার্যকলাপে মানিকগঞ্জ জেলার চিকিৎসক সমাজে চরম ক্ষোভ বিরাজ করছে।
তারা আরও অভিযোগ করেন, মানিকগঞ্জ এর তথাকথিত কিছু আত্নস্বীকৃত চিকিৎসক জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক এর স্বাক্ষর বিহীন ও অবৈধ ভাবে ভোটার সংগ্রহ করে,অবৈধ ভোটার তালিকার ভিক্তিতে নির্বাচনে প্যানেল গঠন করে উক্ত প্যানেলের প্রচার প্রচারণা শুরু করেছে। নির্বাচন পরিষদ,অবৈধ সদস্য দ্বারা গঠিত প্যানেল গঠনের তীব্র প্রতিবাদ জানান বিএমএ এর সদস্যরা।