বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের চাষাবাদ কৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র গাজীপুরের আয়োজনে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর অফিস প্রাঙ্গণে এই প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়। গাজীপুরে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডা. মির্জা মোফাজ্জল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের প্রশাসন ও সার্পোট সার্ভিস পরিচালক আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ইকরামুল হক, সিএসও আরসি মনজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের সমস্যা কথা শুনেন এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডা মির্জা মোফাজ্জল ইসলাম। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গাজীপুরে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের কর্মকর্তাগণ।