“হাতে হাতে করি কাজ, গড়ে তুলি দেশকে আজ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এর নবম জাতীয় ঝাঁক অবকাশ ২০২২ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ই পাড়া এলাকার এসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইটে নবম জাতীয় ঝাঁক অবকাশের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব জনাব মোঃ মামুন-আল-রশীদ। জনাব মনীষ চাকমা, পরিচালক, পলিসি এবং অপারেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিশেষ অতিথি, জনাব মোঃ কামরুজ্জামান, উপপরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, গাজীপুর, ডা: মোঃ অালবেলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, গাজীপুর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস ও প্রফেসর ড. ইয়াসমিন অাহমেদ (প্রোগ্রাম) অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন চাঁদ সুলতানা ক্যাম্প কমিশনার ও ধন্যবাদ দেন বেলা রাণী সরকার, হলদেপাখি কমিশনার। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১০ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি, বিজ্ঞ পাখি, কমিশনার, গাইডার, ট্রেইনার, অফিস স্টাফ সহ ৩৫০ জন উপস্থিত ছিলেন।