বিশেষ প্রতিনিধি:
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর (মহানগর উত্তর) সাংবাদিক ফোরামের উদ্যেগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক, অমিতাভ রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি, অশোক ধর, আমিনুর রহমান, আমিনুল হকসহ সাংবাদিক, মীজানুর রহমান, জালাল সাহু, আনিছুর রহমান, হৃদয় গুপ্ত, দ্বিগবিজয় মল্লিক, শামিম হোসেন, সেলিম হোসেন, মাহফুজুর রহমান, মাসুদ হাসান মোল্লা রিদম,জামাল শিকদার, কবি ও সাংবাদিক নীপা চৌধুরীসহ উপস্থিত সংগঠনের প্রায় সব সদস্যই। শোকসভায় বিশেষ বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎসজীবী লীগের সভাপিতি ও ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন। আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অনেক অজানা বিষয় উঠে যা উপস্থিত সদস্যদের মুগ্ধ করে।
আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন, কবি আশরাফুল ইসলাম, অশোক ধর ও নীপা চৌধুরী।
শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলার শেষ পর্যায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
এসব নেতাদের মধ্যে ছিলেন বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার হোসেন। এছাড়া আরও সংহতি প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা শাহজাহান স্বপন, গোলাম মুজতবা ধ্রুব, রানাসহ আরও অনেকে।