সিনিয়র রিপোর্টার:
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কচি-কাঁচা মিলনায়তনে দৈনিক স্বদেশ বিচিত্রার পত্রিকার ৬ষ্ট তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দৈনিক স্বদেশ বিচিত্রার ৭ম তম বর্ষে পদার্পণ উপলক্ষে সকল পাঠক, পাঠিকা, শুভানুধ্যায়ী, কলাকুশলী ও বিজ্ঞাপন দাতাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এই অনুষ্ঠানে।
দৈনিক স্বদেশ বিচিত্রার পত্রিকার ৬ষ্ট তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক অশোক ধর এবং বলেন, কিভাবে স্ব্দেশ বিচিত্রাকে সততার সহিত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সকল প্রতিনিধিদের এবং সবাইকে দেশপ্রেমে জাগ্রত হয়ে দূর নীতি এর বিরোদ্ধে সোচ্চার হতে হবে। সকল অতিথিদের শুভেচ্ছা ও কতজ্ঞতা জানিয়ে সকলের মঙগল কামনা করে অনুষ্ঠানের শুরু করেন।
এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, সৎ সাহসের সাংবাদিক অনেক কম তাই সবাইকে সঠিক সংবাদ প্রচারের জন্য আহবান করেন।
প্রশিক্ষন কর্মশালায় সময় অধ্যাপক ড: আব্দুল জলিল চৌধুরী বলেন, সাংবাদিকতার প্রথম শর্ত হল আগে সংবাদ লেখক হতে হবে,বিভিন্ন প্রশিক্ষণের মাধমে নিজেকে প্রস্তুত করতে হবে, অনেক মিডিয়া মাধ্যমে নিজের লিখাকে তথ্যনির্ভর এবং প্রেক্ষাপট ভিত্তিক করতে হবে।
প্রশিক্ষন কর্মশালায় সময় এটিএন এর চীফ এডিটর পুলক ঘটক সাংবাদিকতার প্রশিক্ষণের উদ্দেশ্যে বলেন, অনুসন্ধান মূলক প্রতিবেদন করতে হবে, ঘটনা ঘটার পর যেই নিউজ করা হয় তা প্রতিবেদন নয়, সেইটা হল ঘটনার বর্ননা তাই সবাইকে বলব আপনারা অনুসন্ধান করে তার প্রতিবেদন প্রকাশ করবেন তাহলেই আপনার প্রতিবেদন হবে হেডলাইন।
প্রশিক্ষন কর্মশালায় সময় এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব সকল জেলা ও উপজেলার সহ সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে থাকা তথ্য হচ্ছে আপনার শক্তি যার মাধ্যমে আপনারা সঠিক পরিবর্তন করতে পারেন, বর্তমান যুগের সবচেয়ে দামি হল তথ্য সেইটা হতে পারে আর্থিক, রাজনৈতিক, ব্যবসায়িক এবং রাস্ট্রীয়। সঠিক তথ্য দেওয়া সাংবাদিকদের দায়িত্ব এবং তথ্য কে প্রতিবেদনে রুপান্তর করার কৌশল সাংবাদিকদের আয়ত্ত্ব করতে হবে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে ৬ ষষ্ঠ বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়েছে।