তিন আসনের উপনির্বাচনের ভোট ১৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনে আগামী ১৪ জুলাই ভোট গ্রহণ করা হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তিন সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন এবং প্রতীক বরাদ্দ ২৪ জুন। প্রতীক প্রাপ্তি সাপেক্ষে ২৪ জুন থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট হবে আগামী ২১ জুন। ওই দিন ৩৭১ ইউনিয়ন ও ১১টি পৌরসভাতেও ভোট হবে। লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে। এই আসনে গত ১১ এপ্রিল ভোট হওয়ার কথা ছিল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page