
মোহাম্মদ আদনান মামুন(শ্রীপুর):-পবিত্র রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দামের উধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করা হয়। এ সময় বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় মানিক স্টোরকে ১২ হাজার, রাকিব স্টোরকে ৮ হাজার, নজরুল স্টোরকে ১৫ হাজার, মেসার্স শামসুল হক স্টোরকে ১৫ হাজার মোট চার দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।