বিএনপির নেতা থেকে আওয়ামীলীগে যোগ দিয়েই বেপরোয়া উঠেছেন চাঁদাবাজ কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মারধরের ঘটনায় প্রায় অর্ধশত অভিযোগ ও মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে আইনি ব্যব¯’া নেওয়ার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, গত ২০০৫ সালে কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন আবুল কাশেম। এরপর তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। পরে নিজের দলীয় সুবিদার জন্য কৌশলে আওয়ামীলীগে যোগদান করেন ওই কাউন্সিলর আবুল কাশেম। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আনোয়ার হোসেন, শ্রীভাস, জেলে স্বজলসহ বেশ কয়েকজন সহযোগী নিয়ে ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠেন কাশেম। সম্প্রতি পৌর আওয়ালীলীগের সম্মেলনে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ পেয়ে তিনি আরো বেপরোয়া হয়ে যান। ওই কাউন্সিলর ও তার সহযোগীরা কখনো বাড়ি নির্মাণে বাঁধা ও রাস্তায় গোলপোস্ট লাগিয়ে নির্মাণ সামগ্রি নিতে বাঁধাসহ বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করে থাকে। তার কথা না শুনলে হামলা, মারধরসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। তার ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ ওয়ার্ডবাসী। এসব ঘটনায় গাজীপুর আদালত ও কালিয়াকৈর থানাসহ বিভিন্ন দপ্তরে তার ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় অর্ধশত অভিযোগ ও মামলা করেছেন ¯’ানীয়রা। এসব অভিযোগ ও মামলা তোলে নিতে বাদীদের বিভিন্ন হুমকি দি”েছন ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। এমন বেপরোয়ারা চাঁদাবাজ কাউন্সিলর দিয়ে পৌর সেবা অনিশ্চিয়তার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পৌরবাসী।
অভিযুক্ত কাউন্সিলর আবুল কাশেম জানান, আমার নামে চাঁদাবাজির মামলা হয়েছে। কিš‘ আমি চাঁদাবাজি করি না। তবে দল পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ওই কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন কিনা? তা আমার জানা নেই। তবে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও মামলা থাকলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনি ব্যব¯’া নিবেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ কালামপুর রিকশাভ্যান সমবায় সমিতির সভাপতি বাবুল শেখের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। চাঁদা না পেয়ে হুমকি দিলে গত ২৯ মার্চ ওই শ্রমিক নেতা তাদের বিরুদ্ধে গাজীপুর আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাতে বাদীকে মারধর করে। পরে আহত শ্রমিক নেতার মেয়ে বাদী হয়ে থানায় অভিযোগ করেন।