ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনা কমিটির আহবায়ক শহীদ ময়েজউদ্দিন এর ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যু্ক্ত হন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জজকোর্টের সাবেক পিপি এড. মোঃ নুরুল আমিন, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস.এম নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর শহীদ ময়েজউদ্দিনকে ১৯৮৪ সালে গাজীপুরের কালীগঞ্জের রাজপথে ঘাতকরা প্রকাশ্য দিবালোকে ছুড়িকাঘাতে হত্যা করে।