
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াকৈর পৌর সেচ্ছাসেবদলের উদ্যোগে এ দোয়া আলোচনা সভার অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌলসভার মেয়র মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম বেলায়েত হোসেন বিল্লালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহসিন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা ।