গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি, ৮নং ওয়ার্ডের মিরপুর মৌজার আর,এস-(২) খতিয়ান নং১২৪৯২ দাগ নং (সাবেক)৩ (ক) বর্তমান ৩ (খ)এর কাতে ১৭.৯৯ শতাংশ জমি পৈত্রিক মালিক- মো. সাহাজ উদ্দিন, পিতা- মো. নিজাম উদ্দীন মাতা- হাজেরা বেগম মালিকানা হয়ে ভোগদখল করছেন।
ভুক্তভোগী সাহাজ উদ্দিন জানান মো. বেলায়েত হোসেন বেলু ও আনোয়ার হোসেন গং দীর্ঘ দিন ধরে উক্ত জমি অবৈধ ভাবে জবর দখলের পায়তারা করে আসছেন। এরই ধারাবাহিকতায়
গতকাল ২৯ অক্টোবর রাতের অন্ধকারে টিনের বাউন্ডারী ও জমির মাঝ বরাবর একটি টিন সেট ঘড় করিয়া বেলায়েত হোসেন গংরা জবরদখল করে নেয়।
মো. সাহাজ উদ্দিন বলেন বেলায়েত হোসেন বেলু ও আনোয়ার হোসেন গতকালরাত দুইটার দিকে ২০/৩০ জন লোক নিয়ে অবৈধ ভাবে আমার সম্পতি দখল করে, আমি বাধা দিলে আমাকে ধারালো অস্ত্রের, লাটিসোটা নিয়ে হত্যার হুমকি প্রদান করে। আমি উপায় না পেয়ে প্রশাসনিক সহযোগিতা হেল্পলাইন ৯৯৯ ফোন করি সাথে সাথে কোনাবাড়ি থানার ডিউটিরত পুলিশ সদস্যরা আমাকে সহযোগীতা করেন।
এ ব্যপারে জানতে চাইলে বেলায়েত হোসেন বেলু জানান এই সম্পত্তি আমাদের পৈতৃক সম্পত্তি আমারা পারিবারিক ভাবে একটি সমঝোতার ভিত্তিতে সমস্যর সমাধান করবো।
এদিকে মো. সাহাজ উদ্দিন বলেন আমি আইন প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।