গাজীপুর কাশিমপুরে সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বৃদ্ধ দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে একই এলাকার সাইদুর ইসলাম, সাইফুল ইসলাম, জহির, কুলসুম আনোয়ারা,দুদুবানুর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, গাজীপুর কাশিমপুরে সারদাগঞ্জ এলাকার বাসিন্দা ছমির আলী জিরানি বাজার থেকে নিজ বাড়ির দিকে আসার পথে সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকায় শাহাবুদ্দিনের দোকানের সামনে আসলে,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছমিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সাইদুর ইসলাম। কিছুখন পর সেখানে উপস্থিত হন সাইফুল ইসলাম, জহির, কুলসুম আনোয়ারা,দুদুবানু কোন কিছু না শুনে হঠাৎ তাকে বেধড়ক মারধর শুরু করে তারা। পরনের শাট ছিড়ে ফেলে এবং তার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার খবর তার স্ত্রী সালমা আক্তার জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হলে,তাকেও মারধর করে। ঘটনাস্থলে গাজীপুর সিটি কর্পোরশনের ৪নং ওর্য়াডের কাউন্সিলর রফিকুল ইসলাম উপস্থিত থাকলেও তিনি কোন প্রতিবাদ করেনি। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের আহত অবস্থায় রেখে চলে যায় হামলাকারীরা। পরে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাইদুর ইসলাম, সাইফুল ইসলাম, জহির, কুলসুম আনোয়ারা,দুদুবানুর নামে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাইদুর।
ঘটনার বিষয়ে মুঠোফোনে সাইদুর ইসলামের কাছে জানতে চাইলে এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে অস্বীকার করেন তিনি।