গাজীপুরের কালিয়াকৈরে মহা পবিত্র ঈদে-মিলাদুন্নাবী (সাঃ)উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সুন্নি পীর মাশায়েখদের মতবিনিময় সভায় মুর্শিদ নগর পাক দরবার শরিফের পীর মাওলানা আব্দুল হাকিম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় আরো বক্তব্য রাখেন,গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরিফের পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী, ,গাজীপুর জেলা সুন্নি পীর মাশায়েখ ফোরামের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ রিয়াজ উদ্দিন আল-কাদরী, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ও গাউসুল আজম বৈরাবরী পাক দরবারের পীর সৈয়দ ফারহান হোসাইন রিজভী, সৈয়দে গোলাম সিরাজুল ইসলাম, গাবচালা কাদরীয়া দরবার শরিফের পীর মাওলানা আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, সাংবাদিক ইলিয়াস চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন, মির্জাপুরী পাক দরবার শরিফের পীর মনির চিসতি, কুতুবদিয়া পাক দরবারের পীর আজিবর হোসেন, কালিয়াকৈর উয়ায়েসি পাক দরবারের পীর শাহ আশেক মোরশেদ উয়ায়েছি সুজন, রাহাবার মনজিলের পীর আব্দুল্লাহ আল মামুন, সেলিম দেওয়ানসহ অনেকেই।বক্তারা ঈদে মিলাদুন্নবী (দ:) সফল ও সার্থক করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।