গাজীপুর জেলার বাসন থানা এলাকার কড্ডায় তুরাগ নদীর পাড়ে পাওয়ার প্লান্টের পিছন থেকে (৮ই জানুয়ারি) রবিবার বিকালে ৮৮ টি অবৈধ গজারি বল্লী জব্দ করেন চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাওয়ার প্ল্যান্টের পিছনে অনেকগুলো অবৈধ গজারি বল্লী পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এমন সংবাদের মাধ্যমে চন্দ্রা ফিট কর্মকর্তা তার স্টাফদের সঙ্গে নিয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করে গজারি বল্লী জব্দ করেন।
এসময় জব্দকৃত বল্লী গুলির মালিক না পাওয়ায় চন্দ্রা বিট অফিস হেফাজতে নেয়।
চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।