গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার ও
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক
অর্পণ,কুজকাওয়াজ ও ডিসপ্লে,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্থানীয় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আকবর আলী খান, ভাইস
চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা
জায়েদা নাসরিন,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
ডাঃ মোঃ সাহাবুদ্দিন আহসান প্রমূখ। অনুষ্ঠানে কুজকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।