গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজার নামাজ পড়া বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম বুধবার সন্ধায় জামিনে মুক্তি পেয়েছেন। আলী আজম উপজেলার বোয়ালী গ্রামের মোঃ উম্মত আলীর ছেলে। তিনি কালিয়াকৈর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় দীর্ঘ ৪১দিন কারাভোগ করেন।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আওয়ামীলীগের একটি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ,হামলা ও ভাংচুরের ঘটনায় কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় গত ২ডিসেম্বর আলী আজমকে গ্রেফতার করে পুলিশ। তিনি কারাগারে থাকাকালীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মা মারা যান। শেষ বার মাকে দেখতে ও মায়ের জানাজা পড়াতে আইনজীবীর মাধ্যমে ১৯ ডিস্মেবর গাজীপুর জেলা প্রসাশক বরাবর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন আলী আজম। কিন্তু ঐ দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় ২০ ডিসেম্বর তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পায় বিএনপি নেতা আলী আজম।প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজায় উপস্থিত হন আলী আজম। মায়ের জানাজা ও দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। পুরোটা সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পড়া অবস্থায় ছিলেন আলী আজম। ডান্ডাবেড়ি পড়া অবস্থায় তিনি মায়ের জানাজা পড়ান। আলী আজমের আইনজীবী মোঃ আনিসুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন,গাজীপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহারের আদালত দীর্ঘ শুনানির পর তাকে অস্থায়ী জামিন প্রদান করেন। জামিনের কাগজ জেলা কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে বুধবার সন্ধায় মুক্তি পান।