শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...dd
কালিয়াকৈরে ঝুকি নিয়েই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হয় বন কর্মকর্তাদের
Update : বুধবার, ২ জুন, ২০২১, ২:০৭ অপরাহ্ন

মো:মোক্তাদ হোসেনঃ- গাজীপুরের কালিয়াকৈরে সরকারী বন বিভাগে অবৈধভাবে গড়ে ওঠা পাকা দালান স্থাপনা ঝুঁকি নিয়েই উচ্ছেদ করতে হয় বন কর্মকর্তাদের।
বেশির ভাগ সময় বন দখল করে বিত্তবান ও ক্ষমতাসীনেরা অথবা নেপথ্যে থাকে কোন শক্তিশালী মহল। এদের উচ্ছেদ করতে যথাযথ লোক সংকট আর অস্ত্র, সরঞ্জামের সংকটে পরতে হয় বন কর্মকর্তাদের বলে অভিযোগ পাওয়া গেছে।
একাধিক সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী যোগদানের পর থেকেই চন্দ্রা বিট এলাকায় উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন। সোমবার সারাদিনই পূর্ব চান্দরা এলাকায় বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এর নির্দেশনায় বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে দখল উচ্ছেদ করে সরকারি বনের জমি উদ্ধার করে। এসময় বন বিভাগের লোকজন দবির সরকার, বাবুল সরকার ও দুলাল সরকারের বনের জমিতে গড়ে তোলা ঘরবাড়ি উচ্ছেদ করে দেয়।
এছাড়াও সামনে বোর্ড মিল এলাকায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান হওয়ার চুরান্ত সিদ্ধান্ত রয়েছে। বেশ কিছুদিন আগেও দখলদার দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গুলির ঘটনা ঘটে। এসব নিয়েও শংকিত বন বিভাগের লোকজন। তবে এব্যাপারে চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী বলেন, আমাদের যা আছে, তাই নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরো লোকজন, অস্ত্রশস্ত্র হলে আরো বড় বড় অভিযান পরিচালনা করতে পারি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page