গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ অফিসের আওতাধীন চন্দ্রা সদর বিট অফিসের অধীনে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় গজারী বল্লী কাটার সময় এক যুবককে আটক করেছে বনবিভাগ।
আটককৃত ওই যুবক রংপুর জেলার বদরগঞ্জ থানার আইর মারি এলাকার দিলদার হোসেনের ছেলে রোকনুজ্জামান (৩০)।সে উপজেলার কালামপুর এলাকার ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন।
বনবিভাগ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গজারী বল্লী কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা বিট কর্মকর্তারা একদল সঙ্গীও ফোর্স নিয়ে ওই এলাকায় গিয়ে রোকনুজ্জামান নামে এক যুবককে আটক করেন।
এসময় তার অধীনে থেকে ১১ টুকরা গজারী বল্লী উদ্ধার করা হয়।
চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, গজারী গাছ কাটার দায়ে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে মামলা দিয়ে গাজীপুর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।