রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিঃ অংশগ্রহণকারী কমিটির  নির্বাচন অনুষ্ঠিত 
/ ২৯৫ Time View
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:৪১ অপরাহ্ন

 

 গাজীপুরের কালিয়াকৈরে  চন্দ্রা এলাকায় এপেক্স  ফুটওয়্যার লিমিটেড ইউনিট -১ ও এপেক্স ট্যানারী  ইউনিট কারখানায় শ্রমিকদের অংশগ্রহণকারী কমিটি (পিসি) নির্বাচন -২০২৩ ইং  উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 ৫ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এপেক্স ফুটওয়্যার   লিমিটেড ইউনিট -১, অংশগ্রহণকারী কমিটি  (পিসি) নির্বাচনে  ৭ টি সেকশনে ১৪ টি আসনে বিভিন্ন প্রতীকে মোট ৪৬ জন প্রতিদ্বন্দিতা করেছেন । এদের মধ্যে নারী প্রার্থী ১১ জন ও পুরুষপ্রার্থী ৩৫ জন। নারী ভোটার সংখ্যা ২৭৭৩ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১৯৩৭ জন,সর্বমোট ভোটার সংখ্যা  ৪৭১০ জন। অপরদিকে এপেক্স  ট্যানারী ইউনিটে ৬ টি  আসনে বিভিন্ন প্রতীকে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন ।  এদের মধ্যে  নারী প্রার্থী২ জন,ও পুরুষ প্রার্থী  ১৫ জন।  নারী ভোটার সংখ্যা ৩০ জন ও পুরুষ ভোটের সংখ্যা  ১৫০ জন,  মোট  ভোটার সংখ্যা ১৮০ জন। 

এপেক্স ফুটওয়্যার লিমিটেড,ইউনিট -১ বিজয়ী 

 প্রার্থীরা হলেন,সুইং  সেকশনে ঃ মো.রুবেল (গোলাপ ফুল), হারুন অর রশিদ (সেলাই মেশিন), মোছাঃ মাজেদা ( তালা),মোছাঃ লিজা আক্তার (ইলিশ মাছ)। লাস্টিং সেকশনে ঃ মো. বাকি বিল্লাহ (চেয়ার), মো.রাশেদুল ইসলাম (ফার্স্ট এইড বক্স), সুজন (হাত পাখা)।   কম্পনেন্ট সেকশনে ঃ মো.নাজমুন (সাইকেল), মোছাঃ মুক্তি খাতুন (বালতি)। স্পোর্টস সু  সেকশনে ঃ সাকিবুল ইসলাম (বই), মুস্তাফিজুর রহমান (কাপ প্রিচ)। 

কাটিং সেকশনে ঃ মো. হেলাল উদ্দিন ( কাঁচি)। 

মোকাসিন সেকশনে ঃ মো. আল আমিন (আম)। 

ডিএল সেকশনে ঃ মো.আসলাম শেখ (টেবিল)। 

ট্যানারী সেকশনে  বিজয়ী প্রার্থীরা  হলেন, 

মো.সিদ্দিকুল ইসলাম (চশমা), মোছাঃ কুলসুম বিবি   ( মোরগ), মো. কেরামত আলী ( গোলাপ ফুল), মো.ইকবাল হোসেন খান ( মাছ), মো. রুবেল আলী   ( মোবাইল), মোছাঃ ছালমা বেগম ( ছাতা)। 

অংশগ্রহণকারী কমিটি (পিসি) নির্বাচন ২০২৩ ইং সুষ্ঠু  ভাবে পরিচালনা করার জন্য শ্রমিকদের নিয়ে গঠিত প্রধান নির্বাচন কর্মকর্তা সহ ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । নির্বাচন  সকাল ৮  ঘটিকা থেকে বিকেল ৪  টা পর্যন্ত ভোট  গ্রহণ চলে।  ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে রিটার্নিং অফিসার ,  প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক টিম,  ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সাংবাদিক, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কারখানায় প্রতি দুই বছর অন্তর  অংশগ্রহণকারী কমিটি  শ্রমিকদের সরাসরি ব্যালটের মাধ্যমে  নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা  স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে প্রধান নির্বাচনী কর্মকর্তা  জলী খাতুন  ও নির্বাচন কমিশন সচিব দেবাশীষ গাইন বলেন, শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন।   নির্বাচন অবাদ, সুন্দর ও  সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page