
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
“অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”শ্লোগানকে সামনে নিয়ে শনিবার দুপুরে কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়,উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা কর্মকর্তা সানজিদা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ। রাজন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা নাঈমুল হক, বীর মুক্তিযোদ্ধা আরফান আলী,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কবী ও শিক্ষক এইস এম উজ্জ্বল, সফল নারী তন্নী মাহমুদ, তাবাসসুম আফরোজ প্রমুখ।