গাজীপুরের কালিয়াকৈর থানায় ককটেল বিস্ফোরণের অভিযোগে মঙ্গলবার বিএনপি ১১ নেতাকর্মীর নাম মামলা হয়েছে। এই মামলায় কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলকে গ্রেফতার করেছে পুলিশ ।
ককটেল বিস্ফোরণের মামলার আসামি হলেন , উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন, পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এ মামলার বাদী পৌর আওয়ামী লীগের চন্দ্রায় অবস্থিত কার্যালয়ের সহকারী আব্দুল মান্নান শেখ। তাঁর অভিযোগ, সোমবার রাত সাড়ে নয়টার দিকে কালামপুর এলাকা থেকে মিছিল নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ১৪-১৫টি ককটেল বিস্ফোরণে আতঙ্ক দেখা দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি নেওয়া হয়েছে।