গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের এতিম সামিউলের দায়িত্ব নিলেন আবুল কালাম।
জানা যায়, গত কয়েকদিন আগে মারা সামিউলের বাবা, দুই বোন তাদেরও বিয়ে হয়ে যায়। স্বামীকে হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সামিউলের মা কীভাবে সংসার চালাবে ও ছোট সামিউল কে লেখাপড়া লিখিয়ে মানুষের মতো মানুষ করবে। এমন পরিস্থিতে সামিউলের পাশে দাড়ায় একই গ্রামের আবুল কালাম।সামিউলের লেখাপড়া থেকে শুরু করে পুরো দায়িত্ব নেন তিনি। রবিবার এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতে সামিউলের সকল দায়িত্ব বুঝে নেন আবুল কালাম।
এলাকাবাসী জানান, আবুল কালাম শুধু সামিউল কে নয় এর আগে আরো দুইটি ছেলের দায়িত্ব নিয়েছে তাদের লেখাপড়ার সু-ব্যাবস্থা করছে। এছাড়া ওত এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে সব সময় বন্ধুর মতো থাকে। তার কাছে কেউ কোনদিন খালি হাতে ফিরে যায়নি। তার এমন উদারতা আমাদের মুগ্ধ করে।
আবুল কালাম বলেন, ছোট থেকে মানুষের বিপদে আমার প্রাণ কাঁদে, নিজের ভিতর ইচ্ছা তৈরি হয় মানুষের জন্য কিছু করার তাই অত্র এলাকার প্রতিটি মানুষের সুখে ও দুঃখে নিজেকে জড়িয়ে রাখি চেষ্টা করি সেই অনুপ্রেরণা থেকে এতিম সামিউলের দায়িত্ব নেওয়া সিন্ধান্ত নেয়।