মাত্র একবছরেই ঢাকাপোস্ট পাঠকের আস্থা, বিশ্বাস অর্জন করে দেশের অন্যতম শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে। দেশ—বিদেশের সম্ভাবনার খবর যতদ্রুত মাঠ থেকে তুলে এনে পাঠকদের সামনে উপস্থাপন করে ততদ্রুতই অসঙ্গতি ও সাফল্যের সংবাদ গুলোও খুব দ্রুতই পাঠকের সামনে তুলে ধরেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুর জেলা পরিষদ ডাক বাংলোতে ঢাকাপোস্টের প্রথম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে এসব কথা উঠে আসে। অনুষ্ঠান স্থলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্লাবসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকাপোস্টকে শুভেচ্ছা জানাতে আসেন।
জেলা পরিষদ ডাকবাংলোতে ঢাকাপোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাপোস্টের গাজীপুর জেলা প্রতিনিধি শিহাব খান।
বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ শামসুল হক রিপন, দৈনিক ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মজিবুর রহমান, বিডি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি আবুল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাগোনিউজের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বণিক বার্তার গাজীপুর প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নান, দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি আব্দুস সালাম রানা, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল, দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, এই বাংলা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক নবরাজের শ্রীপুর প্রতিনিধি জামাল উদ্দিন, এসএ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি মোতাহার হোসেন খান ও আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল প্রমুখ।