আসন্ন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন ৪নং মৌচাক ইউনিয়নের ৬নং ওর্য়াডের মেম্বার প্রার্থী ফখরুল ইসলাম মজুমদার বলছেন, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর্তমানবতার সেবায় নিজকে নিয়োজিত রাখতে চাই।
তার রাজনীতি জীবন নিয়ে তিনি বলেন ছাত্রজীবন থেকে রাজনীতির করার খুব ইচ্ছা ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে ও পিতা ফজলুল করিম মজুমদারের অনুপ্রেরণায় নিজের জীবন কে গড়ে তোলার চেষ্টা করি। ছাত্রজীবনে ছাত্রলীগ দিয়ে রাজনীতির শুরু এর যুবলীগ দীর্ঘদিন কালিয়াকৈর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। তৃনমূলের মানুষের সাথে কাজ করা অভিজ্ঞতা থেকে তাদের প্রতি আমার ভালবাসা ও বিশ্বাস তৈরি হয়েছে। সারাদেশে যখন করোনার সংক্রমণ দিশেহারা সেই সময় ৬নং ওর্য়াডসহ মৌচাক এলাকায় অসহায় মানুষদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করি আজ সেই সব মানুষ তাদের প্রতিটি ভাল এবং খারাপ সময়ে আমাকে মনে করে।
এছাড়া তিনি আরো বলেন, মানব সেবার সেরা মাধ্যম হল জনপ্রতিনিধিত্ব করা। তাই মানুষের কল্যানে ও মানব সেবায় কাজ করার লক্ষে আসন্ন মৌচাক ইউনিয়নের নির্বাচনে ৬নং ওর্য়াডের মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করছি। রাজনীতির জীবনে আমার রয়েছে দীর্ঘ পথচলা। এ পথে হাঁটতে গিয়ে আমি মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। আমার চাওয়া-পাওয়ার আর কিছুই নেই। চলার পথে ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে। জীবনে ব্যর্থতা এবং সফলতা দুটোই আছে। আল্লাহতালা আমাকে সুস্থ রাখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবহেলিত মানুষের পাশে থেকে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করব।