সাভার বিরুলিয়ার আক্রান বাজারে ঈশিতা সুপার মার্কেটে গত শুক্রবার ১১/০২/২০২২ইং তারিখে রোজিনা টেলিকম এন্ড স্টুডিওর মালিক তাজুল ইসলাম দুপুর ১ টার সময় দোকান বন্ধ করে দোকানের স্যাটারে তালা লাগিয়ে জুমার নামাজের উদ্দেশ্যে চলে যান।নামাজ শেষে তিনি ও তার ছোট ভাই ফিরে এসে দোকান খুলতে গিয়ে দেখতে পান স্যাটারে তালা নাই। রোজীনা টেলিকমের মালিক তাজুল ইসলাম বলেনঃ আমি শুক্রবার দুপুরে দোকানের স্যাটারে ভালভাবে তালা লাগিয়ে জুমার নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি দোকানের স্যাটারে তালা নাই। তাৎক্ষণিক ভাবে আমি স্যাটার খুলে দোকানের ভেতরে প্রবেশ করে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে দেখি কে বা কাহারা দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে সর্বস্ব লুটে নিয়ে নির্বিঘ্নে চলে যায়। চুরি হয়ে যাওয়া মালামালের বিবরন ৫ টি মোবাইল ফোন যার মুল্য ৯০,০০০ ( নব্বই হাজার টাকা)৷ মোবাইল রিচার্জ কার্ড ( গ্রামীণ, বাংলালিংক,রবি,এয়ারটেল) ৩৫,০০০ টাকা,নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা) সহ মোট ক্ষয় ক্ষতির পরিমান ৪,২৫,০০০( চার লক্ষ পঁচিশ হাজার টাকা। মার্কেটের সিসিটিভি ফুটেজে জুমার নামাজের সময় আমার দোকানের সামনে ও আশপাশে ৭/৮ জন যুবককে কিছু সময় ধরে ঘোরাঘুরি করতে দেখা যায়। এক পর্যায়ে সবাই একত্রিত হয়ে দোকানের সামনে আসে এবং ২ জন যুবক দোকানের স্যাটারের তালা খুলে দোকানের ভেতরে প্রবেশ করে।আর বাকিদের কে দোকানের বাহিরে সতর্ক নজরে অপেক্ষা করতে দেখা যায়। তাজুল ইসলাম আরও বলেন এভাবে আরও দুই দুই বার আমার দোকানের সর্বস্ব লুটে নিয়ে আমাকে নিঃস্ব করে দেয়। এ ব্যাপারে তাজুল ইসলাম সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এ এস আই সোহেল মিয়ার কাছে আমাদের প্রতিবেদক তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।