গাজীপুরের শ্রীপুরে অটোরিশকা চালক আনোয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে জৈনা বাশবাড়ি আঞ্চলিক সড়কের বাশবাড়ি বাজার এলাকায় নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন এই মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে স্থানীয় প্রায় দুই হাজারেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত ছিলো বাঁশবাড়ি গ্রামের হাজার হাজার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মিনারা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, খুনী রুহুল আমিন এই গ্রামের ছিঁচকে চুর থেকে আজ বড় খুনী হয়েছে রুহুল। সে এলাকায় মোবাইল চুরি, ল্যাবটব চুরি, সিএনজি, অটোরিকশা চোর থেকে আজ সে হয়েছে শীর্ষ খুনী। সে বাহিরের খুনী ভাড়া করে এনে নিরিহ অটোরিকশা চালক আনোয়ার হোসেনকে খুন করে তার উপার্জনের একমাত্র মাধ্যম অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করছি। এবং পুলিশ সদস্যদের দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানায়। পাশাপাশি এঘটনায় আরও কেউ জরিত রয়েছে কিনা সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহবান জানায়।
নিহত অটোরিকশা চালকের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, আমার বাবার হত্যার সঙ্গে রুহুল আমিনের মা আর ভাই জরিত রয়েছে। আসামীদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞেসাবাদে বাকি আসামীদের আইনের আওতায় আনতে হবে । পাশাপাশি খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, ইতিমধ্যে হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জরিত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য গত ১০ এপ্রিল দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশা চালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।