শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :

অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু উত্তোলনের কারনে শিবচরে আড়িয়াল খা পারে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধে ধস

মীর ইমরান -মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অসাধু চক্র এতে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধে ধস দেখা দিয়েছে। শিবচর উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে এ পানি উন্নয়ন বোর্ডের ধস‌টি দেখা দিয়েছে।

শনিবার (০২নভেম্বর) বিকেল থেকে ঐ পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে বলে জানান এলাকাবাসী। রবিবার (০৩নভেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে জানা যায় কয়েক মাস যাবৎ আড়িয়াল খাঁ নদীতে কিছু অসাধু চক্র রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আর এ কারণেই মূলত পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেরি বাঁধ ভাঙানের শিকার হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে নদের পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ , এখানে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। তবে এলাকাবাসী কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ীদের কারণে এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার জন্য দায়ী করছে ।

ঘটনা স্থান থেকে জানা যায় , শিবচর উপজেলার আড়িয়াল খা নদীর বহেরাতলা-কলাতলা পয়েন্টে ভাঙন ঠেকাতে ২০২০ সা‌লের মাঝামা‌ঝি সম‌য়ে স্থান‌টি‌তে বেরিবাঁধ দেওয়া হয়। প্রায় ২৮‌কোটি টাকা ব‌্যা‌য়ে পানি উন্নয়ন বোর্ডের আওয়তায় ঐ বেরিবাঁধ দেওয়ার পর নদী ভাঙন থেকে রক্ষা পায় এলাকাবাসী।

এলাকাবাসীরা বলেন এত দিন ভালো ছিলাম কিন্তু এক বছর যাবৎ , কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ীরা ঐ বাঁধে চারপাশে প্রায় ৪/৫টি ড্রেজার বসিয়ে রাতদিন বালু কেটে নিতো। এলাকাবাসী এই বিষয় বেশকয়েক বার তাদের বাঁধা দিলেও রাতের অন্ধকারে গোপনে বালু কেটে নিতো। এ বিষয় প্রশাসন বেশ কয়েক বার ঐ স্থানে অভিযান চালিয়ে ড্রেজার বিনষ্ট করে। কিন্তু তার পরও নদীর গভীর থেকে বালু কাটায় এই ভাঙন দেখা দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

মাদানীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, সংবাদ পে‌য়ে আমরা দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রিদর্শন ক‌রি। বিষয়‌টি খুবই দুঃখজনক। ড্রেজা‌রে মা‌টি কে‌টে নেয়ার ফ‌লে বে‌রিবাধ‌টি ধ‌সে গে‌ছে। বিষয়টি এরই ম‌ধ্যে আমরা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও জেলা প্রশাসক কে জা‌নি‌য়ে‌ছি। ধস প্রতি‌রোধে আমরা স্থান‌টি‌তে জিও ব‌্যাগ ফে‌লার কার্যক্রম শুরু ক‌রে‌ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page