নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক দখলে থাকা কৃষি জমি উদ্ধারের দাবীতে আমেরিকান সিটির বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর বিক্ষোভ করে পৌরসভা কার্যালয় ঘেরাও অবস্থান নেয়। এসময় আমেরিকান সিটির নিয়োজিত ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতার ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার (০৩ নবেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।
জানা যায়,জমি না কিনে জোরপূর্বক শতশত বিঘা কৃষকের জমিতে বালু ভরাট, সরকারি রাস্তা, সরকারি খাল-খাস জমি দখলসহ নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ইউএস বাংলা গ্রুপের আবাসন প্রকল্প “আমেরিকান সিটি”র বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে দুই উপজেলার প্রায় ১৫ গ্রামের মানুষজন। এসময় আবাসনের ভূমিদস্যুতায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন এলাকার মানুষজন বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে অবস্থান নেন। এসময় আমেরিকান সিটির নিয়োজিত ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতার ২০ জনকে আহত করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় ভুক্তভোগী এলাকাবাসী জানায়, ইউএস-বাংলা গ্রুপের আবাসন প্রকল্প ” আমেরিকান সিটি”র মালিক আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প পরিচালক তানভির জোরপূর্বক ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে দীর্ঘ ১৫টি বছর আমাদের উপর বিভিন্ন সময় নানান ভাবে জুলুম ও নির্যাতন করে আসছে। তারা জমি না কিনেই শতশত বিঘা জমিতে বালু ভরাট করেছে। প্রতিবাদ করলে কৃষকের বাড়িতে হামলা-মামলা, লুটপাট করেছে। ইউএস-বাংলা গ্রুপ তাদের সন্ত্রাসীদের দিয়ে সরকারি রাস্তা, সরকারি খাল ও কৃষি জমি বালুর ফেলে দখল করে রেখেছে। তারা গ্রামের প্রধান যাতায়াতে পথ ও পানি নিস্কায়নের খাল দখল করায় মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে বছরের পর বছর কৃষি আবাদ বন্ধ হয়ে গেছে। তাই কৃষি জমি ও সরকারি খাল, রাস্তা, খাস জমি উদ্ধার ও সকল মামলা প্রত্যাহারের দাবী জানায় বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।