ঢাকার সন্নিকটে সাভারে এই প্রথম একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গতকাল শনিবার ভোরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকেরা সুস্থ রয়েছে।
প্রসূতির নাম ফারজানা আক্তার তার স্বামী মজনু মিয়া বাহরাইন প্রবাসী। তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার মাধুশাইলে।
ফারজানা আক্তার বলেন, ‘আমার ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তখন স্বাভাবিক প্রসব হয়েছিল। এবার আল্ট্রাসনোগ্রাম করে আগেই জানতে পারি আমি একসঙ্গে তিন সন্তানের মা হচ্ছি। তাই প্রসব ব্যথা উঠলে এক আত্মীয়ের পরামর্শে সাভারে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে জানতে পারি আমি একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হয়েছি।’
ফারজানা আক্তার আরও বলেন, ‘একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হতে পেরে আমি খুব খুশি। ওদের বাবা দেশের বাইরে আছেন। তাঁকে ফোনে জানিয়েছি। তিনিও খুশি।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক সৈয়দা মারিয়া বলেন, ‘৩৩ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে আজ শনিবার ভোরে ফারজানার চার সন্তান