সাভার দুটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মরলন এ তথ্য জানান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপর্স) জসীম। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাত সাভারের মধ্যপাড়া এলাকায় গণেশ রাজবংশী নামের এক কিশাের গ্যাং সদস্য ধারালাে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘােরাঘুরি করেন। এসময় প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘােরাঘুরির কারণ জানতে চান সুশীল রাজবংশী নামের আরেক যুবক। এঘটনায় তর্কবিতর্কের এক পর্যায়ে কিশাের গ্যাং সদস্য গণেশ রাজবংশী সুশীল রাজবংশীক কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে হত্যকারী গণেশ রাজবংশীক গ্রেপ্তার করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সােহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এছাড়াও সাভার বাজার বাসষ্ট্যান্ড গেলে ২৮ অক্টােবর আরশাদুজ্জামান নামের এক সবজী ব্যবসায়ীক কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনক গ্রেপ্তার করছ পুলিশ। গ্রেপ্তারকৃত তিন হত্যাকারী হলাে,ইমন,রাকিবুল হাসান রাকিব ও আলী হাসন। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হত্যাকারীদের দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অপরদিক সাভারের বলিয়ারপুর,আশুলিয়ার নবীনগর ও ধামরাই থেকে আরও তিনজনর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।