গাজীপুরের শ্রীপুরে মুরগী ভর্তি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে গজারী গাছের সঙ্গে ধাক্কা লেগে পিক-আপ চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় অপরচারজন গুরুতর আহত হয়েছে। মারা গেছে তিন শতাধিক মুরগী।
আজ ১ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর সড়কের বদনীভাঙ্গা গ্রামের মানসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিক-আপ চালক মো. মাইনুদ্দিন (২২) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ভাগলী গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মাসুদ রানা বলেন, মুরগী ভর্তি পিক-আপ নিয়ে চালক মাইনুদ্দিনসহ চারজন কালিয়াকৈর যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মানসুরাবাদ এলাকায় গজারী বনের ভেতর মুরগী ভর্তি পিক-আপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গজারী বনের ভেতর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এঘটনায় পিক-আপে থাকা অপর চারজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ৩০০ মুরগী মারা গেছে। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।