সরোয়ার হোসেন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধীঃ-সদরপুরে নিতাই চন্দ্র দে প্রতিবন্ধী চাচা স্বপন কুমার ঘোষের জায়গা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলিল করে নিলেন। আজকে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন স্বপন কুমার ঘোষ। প্রতিবন্ধী স্বপন কুমার ঘোষ বলেন আমার স্ত্রী সন্তান কেহ নাই তাই আমার দেখা শোনা করাও কেহ নাই এজন্য আমি আমার ভবিষ্যৎ ভরণপোষণের কথা চিন্তা করে ভাতিজা নিতাই চন্দ্র দে (সং নওপাড়, ভাংগা) কে সদরপুর উপজেলাধীন ৪২ নং ৪ রশি মৌজার আর.এস ২৩ এস এ ২৫ ও ২৬, বিএস ১১২ প্রস্তাবিত ২৩৪, ২৭৪ নং খতিনে এস এ ৩ বিএস ৪ নং দাগের ৪১.০০ শতাংশ সম্পত্তি মধ্যে আমার নামের ২৫ শতাংশ জমি নিতাই চন্দ্র দে কে রেজিস্ট্রেশন মাধ্যমে দান করে দেই ০৪/১০/২০১৮ ইং তারিখে ২৫৬১ নং দানপত্র দলিল মূলে। শর্ত ছিল সে আমাকে দেখাশোনা করবে এবং চিকিৎসা সহ ভরণ পোষণ দিবে। কিন্তু আমি নিতাইয়ের সাথে যোগাযোগ করলে সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। সে এখন জায়গা বিক্রি পায় তারা করতেছে। স্বাধীনতা টিভি বাংলার সদরপুর প্রতিনিধি নিতাই চন্দ্র দের সাথে মুঠো ফোনে কথা বললে সে বলে আমি জায়গা টাকার বিনিময়ে কিনে নিছি, তিনি আরো বলেন তাকে দেখাশোনার বিষয়টা আমার ব্যক্তিগত ও মানবিক।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় স্বপন কুমার তার বোনকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। এখন স্বপন কুমারের সরকারের কাছে আবেদন নিতাই চন্দ্রের দলিল বাতিল করে মানবিক দৃষ্টিতে সম্পত্তি যেন তাকে ফেরত দেওয়া হয়।