মানিকগঞ্জ প্রতিনিধি :তা-সীন ইসলামঃ–ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুস সালাম।
সোমবার মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
একই মামলায় আসামি রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ২৪১ জন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আসামীগনরা গত ৪ আগষ্ট পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ও একটি মোটরসাইকেলে অগ্নিকান্ড এবং আগ্নেয়াস্ত্রসহ নানা অস্ত্র প্রদর্শণের মাধ্যমে তান্ডব চালিয়েছেন। এই ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি করেছেন বলে উল্লেখ করা হয়।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে শহরের পোড়রা এলাকার আশা টাওয়ারের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারভুক্ত ৭২ নম্বর আসামী ছিলেন তিনি। তাকে সদর থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান