বিশেষ প্রতিনিধি:
রাজধানীর ওয়েস্টিন হোটেলের সিলভার রুমে (লেভেল-২) এ,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিত্ব ও চিত্রনায়ক সোহেল রানা,এর উদ্যোগে “বর্তমান দেশের পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ এবং তারুণ্যের রাজনীতি বিবেচনায় দেশজুড়ে চলমান পরিস্থিতি বিশ্লেষণে” নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জামাল হায়দার,চেয়ারম্যান, জাতীয় পার্টি,(কাজী জাফর পন্থী),সৈয়দ দিদার বখত,প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, *জনাব গোলাম সারোয়ার মিলন,কো-চেয়ারম্যান,জাতীয় পার্টি,(বেগম রওশন এরশাদ পন্থী),আনোয়ার ইসলাম রাণী, (তৃতীয় লিঙ্গের),রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ছিলেন,এটিএম গোলাম মওলা চৌধুরী,চেয়ারম্যান,গণদল,ড. ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান, এনপিপি,অধ্যাপক ড. আব্দুল জলিল চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. ফোরকান উদ্দিন আহমেদ,সাবেক উপ-মহাপরিচালক, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,মুহাম্মাদ মাকসুদুর রহমান, সাবেক যুগ্ম সচিব ,
জনাব হাসিবুল ইসলাম জয়, সাবেক যুগ্ম,মহাসচিব জাতীয় পার্টি,মোহাম্মদ আবদুল অদুদ, ২০১৮ সালের কোটা সংস্কার রীটকারী ও সিনিয়র সাংবাদিক, ইনকিলাব,লে: কণেল (অব:) সাব্বির আহমেদ,রাজনীতিবিদ আনোয়ারা ইসলাম রানী, বিশিষ্ট নারী উদ্যোক্তা,হেলেন জাহাঙ্গীর,নারী উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব,মনোয়ারা তাহের মানু, সাবেক সভাপতি,জাতীয় মহিলা পার্টি,ঢাকা মহানগর দক্ষিণ এবং মিডিয়া সাংবাদিক সহ সদস্য ।
বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র নায়ক সোহেল রানা বলেন,বর্তমানে দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ক্লান্তিকাল চলছে। আমাদের আজকের সমষ্টিগত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামে অর্জিত এই দেশে আমার মুক্তিযোদ্ধাদের সম্মান করে সকলের মতামতের ভিত্তিতে একটা ভালো দেশ গঠনের পরিকল্পনা করছি।
নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে আপনার অবগত করে জানান হবে। এই মুহূর্তে আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারছি না। আমাদের এই আলোচনা উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।