সঞ্জয় চন্দ্র শীল,বগুড়া সদর রিপোর্টার:
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর নির্যাতন,অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর,হিন্দুদের দোকানপাট ভাঙচুর করার প্রতিবাদে আজ সকাল দশটা থেকে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় ভিক্ষব ও সমাবেশ করেন সনাতন ধর্ম অবলম্বীরা, এছাড়াও তাদের সাথে যুক্ত হয় সনাতন ধর্মের বিভিন্ন সংস্থার ব্যানার ও ব্যক্তিবর্গ, বিক্ষব দেখা যায়- বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সনাতন জাগরণ মঞ্চসহ নানা রকম হিন্দু জাগরণী সংস্থা ও ব্যক্তিবর্গ। সকাল দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন প্রান্ত ঘুরেফিরে আবার সাত মাথায় এসে জড়ো হয়,। বিভিন্ন খবরের সূএে জানা যায় বগুড়ায় বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর হিন্দুদের বাড়িতে এবং মন্দিরে হামলা হয়েছে,। উল্লেখিত ঘটনা হলো যে গত দুইদিন আগে বগুড়ার বিশিষ্ট পদাবলী কীর্তনীয়া পুষ্পারাণী বাড়িতে হামলা হয়, এবং শুকানপুকুর,গাবতলী,সাবগ্রাম,জলেশ্বরিতলা, পার- কাকরা,আকন্দপাড়া,জয়ভোগা,
এলাকায় কিছু কিছু হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ভয়ে এলাকা ভিত্তিক সারা রাত জেগে তারা মন্দির বাড়িঘর জানমাল পাহারা দিচ্ছে নিজেরাই।
এরই পরিপেক্ষিতে আজ বগুড়া জেলায় সকল সনাতন ধর্ম অনুসারীরা একত্রিত হয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন, শত শত নারী ও পুরুষের কন্ঠে জয় শ্রীকৃষ্ণ ও জয় শ্রী রাম স্লোগানে প্রতিধ্বনিত হয় বগুড়ায় সাতমাথায়,। তারা বিভিন্ন প্রশ্ন ও দাবি দাওয়া তুলে ধরেন, তাদের একটাই দাবি হিন্দুদের বাড়িতে হামলা কেন, কথায় কথায় বাংলা ছাড়ো এটা কেন,। পরবর্তী বিক্ষোভকারীরা বগুড়া সাতমাথায় শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ ও বিক্ষোভ চালিয়ে যায়,। দুপুর ২ টা ৪০ পর্যন্ত চলে তাদের বিক্ষোভ সমাবেশ, এ সময় শহরের নানারকম রাস্তায় যানজট ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ,।