শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ,রনক্ষেত্রে নিহত ২ জন, পুলিশসহ আহত ২০ জন
/ ৩০ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৩:১১ অপরাহ্ন

সুব্রত ঘোষ, বগুড়াঃ

বগুড়ায় অসহযোগ আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ২০ জন। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও আন্দোলনকারীদের হামলায় বহু প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। মুহুর্তের মধ্যে বগুড়া শহর রণক্ষেত্রে পরিনত হয়।

৪ আগস্ট রবিবার বেলা ১১ টায় বগুড়ার সাতমাথায় পুলিশের আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বগুড়া টিএনটি অফিস, আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন ও জাসদ অফিস, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ও আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। আন্দোলনকারীদের শায়েস্তা করতে পুলিশের সাথে যোগ দেয় বগুড়া জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এদিকে আন্দোলনকারী এবং আওয়ামী লীগ কর্মীদের উপর্যুপরি ককটেল বিস্ফোরণ এবং পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শব্দে রণক্ষেত্রে পরিণত হয় শহরের কেন্দ্রস্থল সাতমাথা এলাকা। এ ছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পরে পুরো শহর। তবে আন্দোলনকারীদের পাওয়ায় এক পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সাতমাথা চত্বরে অবস্থান নেয়।

এসময় আন্দোলনকারীরা সাতমাথায় প্রবেশের চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাতমাথা চত্বর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও এরপর তা আন্দোলনকারীরা দখলে নেয়। সাতমাথা চত্বর দখলে নেওয়ার পরপরই বিভিন্ন স্থাপনা এবং সড়কে থাকা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সেসময় পুলিশ সার্কিট হাউস রোডে পুলিশ প্লাজার সামনে অবস্থান নিয়ে ছিল। আন্দোলন সমর্থকরা সাতমাথায় অগ্নিসংযোগ শেষে পিডিবি রোড হয়ে শহীদ খোকন পার্কের ভেতরে এবং সার্কিট হাউস রোড হয়ে ফুল মার্কেটের সামনে গিয়ে পুলিশের ওপরে ককটেল নিক্ষেপ শুরু করে।এসময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের হটিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে সাতমাথা থেকে তাদের হটিয়ে দিয়ে বিভিন্ন সড়কের মুখে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী । থেমে থেমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলতে থাকে। আন্দোলনকারীরা স্টেশন রোড, শেরপুর রোড, কবি নজরুল ইসলাম সড়ক ও গোহাইল রোড থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করলে পুলিশ তাদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি অব্যাহত রাখে। বেলা পৌনে ২টার দিকে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও সাতমাথা চত্বরে অবস্থান নেয়।

এদিকে কবি নজরুল ইসলাম সড়কে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষকালে গুলিবিদ্ধ একজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি দৈনিক স্বদেশ বিচিত্রা কে নিশ্চিত করেছেন। এদিকে এক দফা দাবী আদায় করার লক্ষ্যে বগুড়া – নওগা মহাসড়কের দুপচাচিয়া উপজেলা পরিষদ এর সামনে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে মিছিল নিয়ে দুপচাচিয়া থানার দিকে আসতে থাকে।

এসময় আন্দোলনকারীরা উপজেলা আওয়ামী লীগ অফিস ভাচুর করে। পরে আন্দোলনকারীরা থানা ঘেরাও করে। এময় পুলিশ থানা থেকে গুলি ছুড়লে বীরকেদার গ্রামের মনিরুল (৩৪) গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে দুপচাচিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মনিরুলের মৃত্যু খবর দৈনিক স্বদেশ বিচিত্রা কে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার। গাবতলী চারমাথা মোরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা, ধুনটে মিছিল করেছে আন্দোলনকারীরা। এদিকে শেরপুরে ধুনট মোর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি করতোয়া বাসস্ট্যান্ডে আসে। একই সময়ে শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলায় বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।বগুড়া শহরের শেরপুর রোডে, খান্দার রোডে, তিনমাথা রোডে, মাটিডালী রোডে, ঝোপগাড়ী রোডে, নামুজা বন্দর, সাবগ্রাম, মানিকচক, বনানী, চারমাথা এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা।পাশাপাশি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর করে ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ দৈনিক স্বদেশ বিচিত্রা কে জানান, দুপচাঁচিয়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং ভূমি অফিসে হামলার ঘটনা ঘটেছে। বগুড়া শহরের সাতমাথা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page