নিজস্ব প্রতিবেদক:
গত ২৭ জুন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত “বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩” প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
এ সময় পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম সহ উপস্থিত ছিলেন ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
উক্ত অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ এর জন্য মনোনীত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার জনাব রীমা সুলতানা , উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ হুমায়ূন কবির ও কনস্টেবল জনাব মো শাহরিয়া সরকার মাননীয় আইজিপির নিকট হতে সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহন করেন।
শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা সকলের কাছে অনুকরণীয় হবেন, যাতে আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়।