২০১৮ সালে ২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় সড়ক ও জনপথ প্রকল্প গাড়ীচালক সমিতির
দেখতে দেখতে উচ্ছাসময় শুভকামনায় চতুর্থ শুভজম্মদিন পালিত হলো গতকাল।
গতকাল শুক্রবার ০৪/০৩/২২ইং তারিখে সকাল থেকে সড়ক গভেষনাগার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বয়ে যায় প্রাণের উচ্ছ্বাস। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজনে বর্ণময় হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণের মাঠ।
সকাল ৯.৩০মিঃ থেকে অনুষ্ঠান প্রথম পর্ব শুরু হয় বিভিন্ন ইভেন্টে মজার মজার খেলাধুলার মধ্যে দিয়ে। ১২টা থেকে জুম্মা নামাজ এবং খাওয়াদাওয়াসহ চলে বিকাল ৩টা পর্যন্ত বিরতি।
অতিথিদের ফুলের তোড়া এবং ব্যস দিয়ে বরণ করে নেয়ার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম।
মঞ্চে এক এক করে উঠে আসেন
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন
(কেন্দ্রীয় সংসদ)
ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ ইউসুফ নবী ও বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ শামিম মিয়াসহ অত্র সংগঠনের নেতৃবৃন্দসহ
সড়ক ও জনপথ সরকারি গাড়ীচালক সমিতি
(কেন্দ্রীয় কমির্টি) সাধারণ সম্পাদক প্রধান বক্তা
জনাব নুরুল ইসলাম (নুরু)সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দসহ
মোঃ ওলিয়ার রহমান প্রধান শিক্ষক
শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
সড়ক ও জনপথ অফিস কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন
(কেন্দ্রীয় কমির্টি) সভাপতি জনাব মোঃ সিদ্দিকুর রহমান
সড়ক ও জনপথ এম, আর সরকারি গাড়ীচালক সমিতি
(কেন্দ্রীয় কমির্টি)
অত্র সংগঠনের নেতৃবৃন্দ
অনুষ্ঠান সূচনাতেই ছিল পবিত্র কুরআন তেলওয়াত এবং জাতীয় সঙ্গীত, আলোচনা সভা ও শুভেচ্ছা বক্তব্য।
প্রথমে সওজ প্রকল্প গাড়ীচালক সমিতির
(ধর্ম বিষয়ক সম্পাদক) মোঃ আল আমিন হোসেন
পবিত্র কুরআন তেলায়ত পাঠ করেন এবং
উপস্থিত সকলে দাড়িয়ে সম্মিলিত কন্ঠে গাওয়া হয়
জাতীয় সংঙ্গীত।
শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু কারার অনুমিত দিন
সওজ প্রকল্প গাড়ীচালক সমিতির
সভাপতি জনাব মোঃ মফিজুল ইসলাম।
প্রথমে বক্তব্য দেন জনাব শাহাদাৎ হোসেন (সুজন)
(সাংগঠনিক সম্পাদক)
সওজ প্রকল্প গাড়ীচালক সমিতি।
জনাব মোঃ শাফায়েত শরীফ (সাধারণ সম্পাদক)
সওজ প্রকল্প গাড়ীচালক সমিতি।
জনাব ফিরোজ পাটওয়ারী অত্র সমিতির প্রতিষ্ঠিতা (চেয়ারম্যান) সওজ প্রকল্প গাড়ীচালক সমিতি।
জনাব মোঃ জনাব সায়েম মিয়া (সভাপতি)
সওজ এম, আর সরকারি গাড়ীচালক সমিতি।
জনাব মোঃ জিলানী (সাধারণ সম্পাদক)
সওজ এম, আর সরকারি গাড়ীচালক সমিতি।
জনাব মোঃ সিদ্দিকুর রহমান (সভাপতি)
সওজ অফিস কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন।
জনাব মোঃ সুলেমান সরকার (সাধারণ সম্পাদক)
সওজ অফিস কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন।
প্রধান বক্তা জনাব মোঃ নুরুল ইসলাম (নুরু)
(সাধারণ সম্পাদক)
সওজ সরকারি গাড়ীচালক সমিতি।
জনাব মোঃ নুরুল নবী সরদার (সম্মানিত সদস্য)
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (কেন্দ্রীয় সংসদ)।
জনাব মোঃ নঈমুল ইসলাম (প্রচার সম্পাদক)
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (কেন্দ্রীয় সংসদ)।
জনাব মোঃ সেকেন্দার আলী
(যুগ্ম সাধারণ সম্পাদক)
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (কেন্দ্রীয় সংসদ)।
জনাব মোঃ নাজির আহম্মদ
(সহঃ সাধারণ সম্পাদক)
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (কেন্দ্রীয় সংসদ)।
জনাব মোঃ শামিম মিয়া
(ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)
সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (কেন্দ্রীয় সংসদ)।
তৃতীয় পর্বে ছিলো উপস্থিত সবার জন্য কুইজ প্রতিযোগিতা। সহযোগী হিসেবে ছিলেন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও সহঃ ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তাহের।
ক্রিড়া প্রতিযোগীতায় প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় পুরুস্কার তুলে দেন সওজ প্রকল্প গাড়ীচালক সমিতির কার্যনির্বাহী কমির্টি বিভিন্ন সদস্য।
সন্ধ্যায় মৌমিতা আক্তার কলি’র সঞ্চলনায়
চতুর্থ পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
ডেমরা আমুলিয়া প্রকল্পের সদস্য রাজিব ও তার দল এর যুগলবন্দী অনবদ্য নাচের সাথে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা।
মুহুতে বহুমাত্রিক রূপ পায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। সন্ধ্যা হতেই অনুষ্ঠানের মাঠ হয়ে উঠে লোকারণ্য। গান পরিবেশন করেন অলি আক্তার শান্তু।
অনুষ্ঠানের জনপ্রিয় কন্ঠ শিল্পী মাকসুদা মল্লিকার
সঙ্গীতের মূছনায় মুখরিত মেতে উঠে সবার মন।
এবং তার সাথে নৃত্য পরিবেশন করেন প্রেমা আক্তার রৌদেলা ও তার দল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয় সারা দিনব্যাপী চতুর্থ বর্ষপূর্তি ২০২২ইং অনুষ্ঠানমালা।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন
মোঃ এইচ. এম. মোতাহার আলম (সহঃ সভাপতি)
সওজ প্রকল্প গাড়ী চালক সমিতি।
মোঃ মনিরুল ইসলাম (দপ্তর সম্পাদক)
সওজ প্রকল্প গাড়ী চালক সমিতি।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোঃ মফিজুল ইসলাম (সভাপতি) সওজ প্রকল্প গাড়ী চালক সমিতি
প্রাণবন্ত এ অনুষ্ঠানে সারাদিন ব্যাপী ছিলো রঙিন ক্যানভাসে রাঙানো।
অনুষ্ঠানের সহযোগী স্পন্সর হিসেবে পাশে ছিলেন।
আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এবং আর. এন অটোমোবাইলস্।