গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত বসুন্ধরা প্রকল্প থেকে বুধবার (২ মার্চ) বেলা ১২ টার দিকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে মৌচাক পুলিশ ফাঁড়ি।
নিহত ওই শিক্ষার্থী হলেন, গাজীপুর কালিয়াকৈরে উপজেলার নয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইমন (২৩)। সে স্থানীয় মিশির আলী কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বসুন্ধরা প্রকল্পের মধ্যে ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। নিহত ওই শিক্ষার্থীর মরদেহের পাশে একটি ব্যাগ পড়ে ছিল। তার পরনে হলুদ টিসার্ট, ব্লেজা ও জিন্সের প্যান্ট পড়া ছিল।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত ছেলেটি স্থানীয় মিশির আলী কলেজের শিক্ষার্থী। গতকাল বন্ধুদের নিয়ে দাওয়াতে যায়। পরে রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে স্থানীয়রা মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। মোঃকামাল হোসেন বিপ্লব