শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...dd
প্রথমবারের মতো চালু হলো ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস উইহাটবাজারডটকম
/ ৫৩ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৫:৩১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

১০০ জন উদ্যোক্তার দেশীয় পণ্যের পসরা নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চালু হলো ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস উইহাটবাজারডটকম। এফ কমার্স, পি কমার্স এবং ঘরোয়া পণ্যকে ই-কমার্স প্লাটফর্মে নিয়ে আসতে এই প্লাটফর্ম স্মার্ট নারীর ক্ষমতায়নে মাইলফলক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে হোটেলে এই বিশেষায়িত ই-কমার্স প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, যোগ্য নেতৃত্ব না থাকলে সফল হওয়া যায় না। সেই নেতৃত্বে তথ্যপ্রযুক্তি কিভাবে জীবন পাল্টে দিতে পারে উই তার উদাহরণ সৃষ্টি করেছে। এরই মধ্যে কয়েকটি মাইল স্টোন অতিক্রম করেছে। উইহাটবাজারডটকম এর মাধ্যমে দেশীয় পণ্য নিয়ে বিশ্বময় ছড়িয়ে দিতে পারবেন নারী উদ্যোক্তারা।

তিনি বলেন, রাজনীতি ছোঁয়াচে রোগ নয়। রাজনীতি ধূমপানের মতো ক্ষতিকর কিছু নয়। কেউই রাজনীতির বাইরে নয়। মোট্রোরেল, এক্সপ্রেস ওয়ে সবাই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে। তাই সঠিক রাজনীতিকে বেছে নিতে হবে। যে রাজনীতি থাকলে অর্থনৈতিক স্বাবলম্বি হতে হবে, আমার জীবন সহজ হবে তা আমাদের বেছে নীতি বেছে নিতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এবং বিশ্বব্যাংকের লিড কানট্রি ইকোনোমিস্ট সোলায়মান কুলিবালি।

সভাপতির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, উই এর সাথে মিলে ডাক বিভাগের মধ্যে একটি সমঝোতায় উদ্যোক্তাদের পণ্য ডেলিভারিতে সহায়তা করা হবে। তাদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ দেয়া হবে।

তিনি বলেন, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারে বর্তমানে বাংলাদেশের প্রায় ৯০০০ নারী উদ্যোক্তা কাজ করছে এবং সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি সাহসী সিদ্ধান্তে আমাদের নারী সম্প্রদায়ের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়েছে। বৈপ্লবিক সেই সিদ্ধান্তের সুবাদেই আজ বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের প্রায় ৫০ শতাংশ নারী উদ্যোক্তা।

আইসিটি বিভাগের পক্ষ থেকে আরও ৫০০০ নারী উদ্যোক্তাকে এই গ্র্যান্ট প্রদান কারা হবে জানিয়ে পলক আরো বলেন, আমাদের যেই নারী উদ্যোক্তা বোনেরা নিজেদের উদ্যোগকে আরও বড় করতে চাই ও বিশ্ববাজারে নিয়ে যেতে চাই, তাদের জন্য স্টার্টআপ বাংলাদেশ থেকে আমরা ৫কোটি টাকা পর্যন্ত ইকুইটি ইনভেস্টমেন্ট করতে পারবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উই হাটবাজার ডটকম চেয়ারম্যান জাহানুর কবির সাকিব। এরপর নতুন এই প্লাটফর্ম বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানের পরিচালক ঈমানা হক জ্যোতি। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোস্না ফেরদৌস।

অনুষ্ঠানে উই হাটবাজারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ই-ক্যাব সাধারণ সম্পাদক ও উই হাটবাজার এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা। তিনি জানান, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল কমার্স খাতে দেশে ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আশা করা যায়, এই প্লাটফর্মের কল্যাণে ই-কমার্স খাতে এক লাখ নারীর কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে আইসিট খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের অংশ গ্রহণে কেক কেটে প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page