সাভারের আশুলিয়ায় মারধরের কবল থেকে আইনজীবী স্বামীকে বাঁচাতে এসে হামলাকারীদের হাতে শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন স্ত্রী। হামলাকারীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীকে মারধরসহ স্ত্রীর পরিহিত কাপড় চোপড় টানা হ্যাচড়া করে শ্লীলতাহানিসহ তাকেও প্রহার করে। এ ঘটনায় হামলার শিকার স্বামী এডভোকেট মুহাম্মদ জহুরুল ইসলাম (৪০) বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শফিকুল ইসলাম এর মালিকানাধীন বাড়িতে।অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি একজন আইনজীবী এবং তার স্ত্রীসহ আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শফিকুল ইসলামের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকেন। শনিবার দুপুর ১২টার দিকে বাথ রুমের পানির কল মেরামত খরচ নিয়ে আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়িতে মৃত চাঁন মিয়ার ছেলে বাড়িওয়ালা শফিকুল ইসলাম (৪৭) এর সাথে তার কথা কাটা কাটি হয়। একপর্যায়ে শফিকুল বাদীর সাথে খারাপ আচরণ করে এবং খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী তাকে গালি দিতে নিষেধ করলে শফিকুল ইসলাম ও তার বাড়ির ভাড়াটিয়া মো. শাহীন (৪২) সহ অজ্ঞাতনামা বিবাদীরা মিলে উত্তেজিত হয়ে বাদীকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে তার নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে তার গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। বাদীর ডাক চিৎকারে তার স্ত্রী এগিয়ে এলে বিবাদী শফিকুল তার স্ত্রীকে মারধর করে ও তার পরিহিত কাপড় চোপড় টানা হ্যাচড়া করে শ্লীলতাহানি করে। এসময় বাদীর স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইনও নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।